jyotipriya
কলকাতা: প্রায় ২০ ঘণ্টা ম্যারাথন জেরা ও তল্লাশির পর শুক্রবার ভোর রাতে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ এর পর শুক্রবারই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় তাঁকে। বালুকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই নির্দেশ আসার পর এজলাসেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। জ্ঞান হারান তিনি৷ শুরু হয় বমি৷ পরিস্থিতি বিবেচনা করে তড়িঘড়ি তাঁকে আদালত থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স৷ পরিবারের ইচ্ছায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, জানেন কি, ওই ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার খরচ বহন করছে কে?
গতকাল ইডি হেফাজতের নির্দেশ শোনার পর বালু অসুস্থ হয়ে পড়লে ইডির তদন্তকারী অফিসাররা এজলাসে জানান, অভিযুক্তর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্পেশাল কেস হিসেবে এটি উল্লেখ করা হোক৷ সেক্ষেত্রে তাঁকে নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া যেতে পারে। তবে আদালতের কপিতে স্পষ্ট বলা হয়েছে যে, সেক্ষেত্রে হাসপাতালের খরচ ও ওষুধপত্রের খরচ অভিযুক্তকেই বহন করতে হবে। সঙ্গে এও বলা হয়েছে যে, তিনি যদি নিজের পছন্দের হাসপাতালে ভর্তি হন, তাহলে সেই সময়কাল ইডির হেফাজতের মেয়াদের মধ্যে গণ্য হবে না। অর্থাৎ, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই ইডি-র ১০ দিনের হেফাজতের মেয়াদ গণ্য করা হবে।