মধ্যরাতে আচমকাই ‘গর্জন’! হাসপাতালের কেবিনে ঘুম উড়ল বালুর, হলটা কী?

মধ্যরাতে আচমকাই ‘গর্জন’! হাসপাতালের কেবিনে ঘুম উড়ল বালুর, হলটা কী?

Midnight Roar

কলকাতা: জ‌ওয়ানের গর্জনে ঘুম উড়ল বালুর! হাসপাতালে মধ্যরাতে বিছানায় উঠে বসলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। চিকিৎসকদের কাছে জওয়ানের নামে নালিশ নিয়ে হাজির হলেন বালু। কিন্তু, কীএমন করলেন জওয়ান? জানা গিয়েছে, যত গন্ডোগোল নাসিকা গর্জনে৷ জওয়ানের বিকট নাক ডাকার শব্দেই ঘুম ভেঙে যায় বনমন্ত্রীর৷ এদিকে, বেসরকারি হাসপাতাল থেকে সোমবার বিকালেই মন্ত্রীকে  ছুটি দেওয়া হতে পারে৷, জ্যোতিপ্রিয়র শারীরিক পরিস্থিতি নিয়ে বিকালে বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।

হাসপাতালে থাকলেও, আপাতত ইডি-র তত্ত্বাবধানেই রয়েছে বালু। বেসরকারি হাসপাতালের কেবিনে সর্বক্ষণ তাঁকে পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ রাতে মন্ত্রীর বেডের পাশে রাখা চেয়ারেই বসেন তিনি! কিন্তু রাত হলে ক্লান্তি নামে তাঁর চোখেও৷ মাঝরাতে চেয়ারে বসেই গভীর ঘুমে চলে যান ওই জওয়ান। তারই প্রমাণ এই নাসিকা গর্জন! জওয়ানের নাক ডাকার ধুমে ‘সাউন্ড স্লিপ’  তো দূরের কথা, চোখের পাতাও এক করতে পারেননি মন্ত্রীমশাই। ভোরে চিকিৎসক পর্যবেক্ষণে এলে তাঁর কাছেই অনুযোগ জানান মন্ত্রী। চিকিৎসক বালুকে প্রশ্ন করেছেন, ‘‘রাতে ঘুমিয়েছেন?’’ তখনই মন্ত্রী বলেন, “ঘুমাব আর কীভাবে! জওয়ানের নাক ডাকার আওয়াজে একদমই ঘুমোতে পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =