অন্য ভূমিকায় বিচারপতি গঙ্গোপাধ্যায়! লিখলেন কবিতা, এই বইমেলাতেই মিলবে বই

অন্য ভূমিকায় বিচারপতি গঙ্গোপাধ্যায়! লিখলেন কবিতা, এই বইমেলাতেই মিলবে বই

justice ganguly

কলকাতা: চাকরিপ্রার্থীদের কাছে তিনি ভগবান৷  নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায় এবং পর্যবেক্ষণ সারা ফেলেছে বিভিন্ন মহলে৷ তবে রাজনীতির কারবারিদের একাংশের কথায়, বিভিন্ন সময় তাঁর বিভিন্ন নির্দেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে যাই হোক, শাসক থেকে বিরোধী, কিংবা আমজনতা, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সব মহলেই কৌতুহল রয়েছে। এবার সেই তিনিই অন্য ভূমিকায়৷ ন্যায়দণ্ড নয়, হাতে কলম তুলে নিলেন৷ বই লিখছেন বিচারপতি। আসন্ন কলকাতা বইমেলাতে তাঁর লেখা কবিতার বই প্রকাশিত হবে৷  নিজেই সেকথা জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ উল্লেখ্য হল, নিজের মাতৃভাষা বাংলাতেই বই লিখছেন তিনি। বৃহস্পতিবার এজলাসে বসে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন বিচারপতি। তাঁর কথায়, ‘‘ইংরেজরা ইংরেজি ভাষাকে এগিয়ে নিতে চেয়েছিল৷ আদালত সহ বিভিন্ন জায়গায় ইংরেজি ভাষার প্রচলন করেছিল। তাহলে আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালাব না কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =