তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর, শুনে কী প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর, শুনে কী প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

justice ganguly

কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতির ময়দানে দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ তিনি রাজনীতিতে এলে রাজনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই তাঁর মত৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করার পক্ষেও সওয়াল করেন তিনি৷ কংগ্রেস সাংসদের সাফ কথা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে তিনি কায়মনোবাক্যে তাঁকে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াবেন। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে বইছে ঝড়৷ আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে৷ কিন্তু কী বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? তিনি কিন্তু কোনও রকম মন্তব্য করতে নারাজ।

শনিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদেই৷ এদিন অধীরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রস্তাব সম্পর্কে বিচারপতিকে প্রশ্ন করে হলে তিনি বলেন, ‘‘আমি কথাটা শুনেছি। তবে এ প্রসঙ্গে কিছু বলব না। ওটা রাজনৈতিক মন্তব্য।’’ অধীরের মন্তব্যে প্রতিক্রিয়া না জানালেও অবসরের পর তিনি রাজনীতিতে নাম লেখাতে পারেন বলেই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। তাঁর কথায়,‘‘অবসরের পর রাজনীতির কথা ভাবা যেতে পারে৷ তবে সেটা যে দলীয় রাজনীতি হবে, তেমনটা নাও হতে পারে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + four =