justice ganguly
কলকাতা: স্কুলের পর কলেজে নিয়োগের ক্ষেত্রেও উঠেছে অস্বচ্ছতার অভিযোগ৷ নিয়োগ প্যানেল প্রকাশ করা হলেও সেখানে কোনও প্রার্থীর নম্বর প্রকাশ করা হয়নি৷ সেই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেন এক চাকরিপ্রার্থী৷ সেই মামলায় অবিলম্বে ওই প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, এক ঘণ্টার মধ্যে ওই বিতর্কিত প্যানেল বা নিয়োগের তালিকা রাজ্যের কলেজ সার্ভিস কমিশনকেহাই কোর্টে জমা দিতে হবে৷ বিকেল সাড়ে চারটের মধ্যে প্যানেল এনে হাজির করতে না পারলে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি তাঁর।
২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন মোনালিসা ঘোষ নামের এক চাকরিপ্রার্থী। তাঁর অভিযোগ, ২০২৩ সালে প্রকাশিত প্যানেলে শুধু প্রার্থীর নাম ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে৷ তাতে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়নি। আদালতে মামলা করে ওই প্যানেলে নম্বর প্রকাশ করার দাবি জানান তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি উঠলে তিনি কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন।
রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। কিন্তু ডিভিশন বেঞ্চ ফের সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠায়। তার পরেই এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কমিশনের কাছে তিনি জানতে চান, কেন প্যানেলে নম্বর রাখা হয়নি? প্যানেল প্রকাশের নিয়মই বী কী? কমিশন জানায় তাদের আইনে প্যানেল প্রকাশের কোনও নির্ধারিত সংজ্ঞা নেই৷ সেটা জেনে বিস্ময়ও প্রকাশ করেন বিচারপতি৷