হাই কোর্টের কাজে হস্তক্ষেপের অভিযোগ! CBI বিচারককে বদলির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাই কোর্টের কাজে হস্তক্ষেপের অভিযোগ! CBI বিচারককে বদলির নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

justice gangopadhyay

কলকাতা: বিচারক বনাম বিচারপতির বেনজির লড়াই দেখল আদালত৷  সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার অভিযোগ আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতি মামলায় উচ্চ আদালতের নির্দেশে হস্তক্ষেপ করছেন বিচারক৷ ভরা এজলাসে এই পর্যবেক্ষণ রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি শুধু নিজের পর্যবেক্ষণই রাখেননি, সংশ্লিষ্ট বিচারককে অবিলম্বে বদলি করারও নির্দেশ দিয়েছেন৷ 

এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি জানতে পেরেছি, সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় জেল বন্দী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। সিবিআই বিচারকের কোনও ভাবেই হাই কোর্টের অর্ডারে হস্তক্ষেপ করতে পারেন না৷ এটি এক্তিয়ার বহির্ভূত কাজ। শুনেছি, বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর মাথায় কারও হাত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।”

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ৪ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের ওই বিচারককে বদলি করাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ওই বিচারকের বদলি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাই কোর্টের রেজিস্ট্রারকে৷  আদালতের পর্যবেক্ষণ, পদ ফাঁকা থাকায় ওই বিচারক অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন। ৪ অক্টোবরের মধ্যে এই পদে নতুন বিচারককে বসাতে হবে। সেই সঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বিচারক অর্পণ চট্টোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *