নির্দেশ মানা হয়নি, রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নির্দেশ মানা হয়নি, রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

justice gangopadhya 

কলকাতা: ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু, সেই নির্দেশ কার্যকর হয়নি৷ মামলার নথি হস্তান্তর করেনি সিআইডি৷  উল্টে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্যের গোয়েন্দা বিভাগ। এতেই চরম বিরক্ত কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন তিনি। দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা করতে হবে রেজিস্ট্রার জেনারেল কাছে।  বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘‘গরীবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এত দিনেও জানতে পারল না? কিন্তু আমি জানি।’’ 

 

একইসঙ্গে আদালতের নির্দেশ, আগামী তিন দিনের মধ্যে সিআইডি-র কাছ থেকে সিবিআই এর হাতে তদন্তভার স্থানান্তর করতে হবে। পরের তিন দিনের মধ্যে তদন্ত শুরু করবে সিবিআই। পাশাপাশি তদন্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেক (ইডি)। যদি নির্দেশ কার্যকর না হয় তাহলে স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে বলেও জানিয়েছে উচ্চ আদালত। রেজিস্ট্রার নির্দেশ কার্যকর করবেন৷ 

আলিপুরদুয়ারের এক সমবায় গোষ্ঠীর বিরুদ্ধে প্রায় ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে৷ গত ২৪ অগাস্ট এই ঘটনায় সিবিআই এবং ইডিকে একযোগে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চে এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এতদিনেও তদন্ত শুরু হয়নি৷ এখনও পর্যন্ত নথিই হস্তান্তর করেনি সিআইডি। নির্দেশ কার্যকর না হওয়ায় মোটা অঙ্কের জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ 

এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, প্রায় তিন বছর ধরে তদন্ত করছে সিআইডি৷ তাদের তদন্তের কী হাল, এটা তার উদাহরণ হতে পারে। এত বড় আর্থিক দুর্নীতির অভিযোগ, অথচ সিআইডি তিন বছর ধরে কোনও রাঘববোয়ালের হদিস পেল না। উল্টে চুনোপুটিদের অভিযুক্ত করেছে৷ বিচারপতি বলেন, ‘প্রায় একুশ হাজার সদস্যের এই গোষ্ঠী৷ এখানে গরিব মানুষদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, কিন্তু সেই টাকা কাদের ঋণ দেওয়া হয়েছে তার কোনও তালিকা নেই। যারা ঋণের নামে টাকা নিয়েছেন, তারা সেই টাকা ফেরত দেননি বলেই আদালত মনে করে৷’’ আগামী দিনে কলকাতা হাই কোর্টের বেঞ্চে বসেই এই মামলার শুনবে বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *