কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার সঁপেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কিন্তু, মঙ্গলবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই এক অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। শুধু তা-ই নয়, তাঁর কড়া নির্দেশ, ওই অফিসার যেন কোনও তদন্তের ফাইল স্পর্শ না করেন৷
আরও পড়ুন- উপহার নয়, টাকা দিয়েই বইমেলা থেকে দলীয় বিধায়কের বই কিনলেন ‘মানবিক’ মমতা
মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি৷ সেই সময়ই প্রাথমিকে নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে থাকা এক সিবিআই কর্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সিবিআই কর্তার নাম সোমনাথ বিশ্বাস। তিনি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত সিবিআইয়ের তৈরি বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্য ছিলেন। কিন্তু, মঙ্গলবার তাঁর নাম তদন্তকারী দল থেকে বাদ দেওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সিবিআইয়ের সিট থেকে সোমনাথ বিশ্বাসকে বাদ দিতে হবে। দুপুর ২টোর মধ্যে নতুন অফিসারের নামও জানাবে সিবিআই।’’
সিবিআইয়ের ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার সোমনাথকে কেন দায়িত্ব সরানো হল,তা অবশ্য স্পষ্ট করেননি বিচারপতি। কারণ না জানালেও তাঁৎ স্পষ্ট নির্দেশ, ‘‘সোমনাথ তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না। তাঁর বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবেন ডিআইজি৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>