কুন্তলের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক

কুন্তলের চিঠি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিন্হা এই মামলায় পূর্ববর্তী নির্দেশ বহাল রেখে জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি-সিবিআই। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বর্তমানে পশ্চিম বর্ধমানে রয়েছেন অভিষেক। কলকাতা হাই কোর্টের রায় শোনার পরই বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে খবর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এরপরই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, টিভির পর্দায় যাদের টাকা নিতে দেখা যায়, তাঁদের ডাকা হয় না। 

সিবিআই-ইডি রাজনৈতিক নেতাদের কথায় চলে বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ইডি-সিবিআই দিয়ে নয় দুর্নীতি প্রমাণ হলে আমার ফাঁসি দিয়ে উদাহরণ তৈরি করুন। 

কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়ার পাশাপাশি আদালতের সময় নষ্ট করার অপরাধে অভিষেক এবং কুন্তলকে মাথাপিছু ২৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

জানা যাচ্ছে, বিচারপতি অমৃতা সিন্হার রায় শোনার পরপরই প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।  সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আর্জি করেন। সূত্রের খবর, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেনি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম জানিয়েছেন, তিনি বিষয়টি বিবেচনা করে দেখবেন। কিন্তু এখনই দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা যাচ্ছে না।

এই মামলায় আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলা পরবর্তীতে ফেরানো হয় হাইকোর্টে। এবার হাইকোর্ট অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার পর অভিষেক ফের সুপ্রিম কোর্টে যেতে পারেন বলেও জানিয়েছেন। যদিও হাইকোর্টের অর্ডার কপি হাতে পাওয়ার পরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =