স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য মানসিক নির্যাতন! ভয়ানক চাপ দিচ্ছে CID, অভিযোগ বিচারপতি সিনহার স্বামীর

স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য মানসিক নির্যাতন! ভয়ানক চাপ দিচ্ছে CID, অভিযোগ বিচারপতি সিনহার স্বামীর

justice amrita sinhas

কলকাতা:  একটি মামলার সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে। কিন্তু, অভিযোগ জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য রীতিমতো চাপ দিয়েছে সিআইডি৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিচারপতি সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। উল্লেখ্য বর্তমানে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে বিচারপতি সিনহার এজলাসে।

কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি লিখে প্রতাপচন্দ্র জানিয়েছেন, একটি মামলার প্রেক্ষিতে তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল৷ কিন্তু, সেই মামলা সংক্রান্ত প্রশ্ন করার বদলে তাঁকে বিচারপতি সিনহার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়৷ জানতে চাওয়া হয় একাধিক তথ্য৷ এমনকী তিনি যাতে তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেন, তার জন্যেও জোরাজুড়ি করা হয়৷ মিথ্যে বয়ান দেওয়ানোর জন্য কুকথা বলা হয়৷ পাশপাশি চলে মেন্টাল টর্চার। চাঞ্চল্যকর অভিযোগ এনে প্রতাপচন্দ্র বলেন, এর জন্য টাকা, বাড়ি, গাড়ির টোপও দিয়েছিলেন সিআইডি-র আধিকারিকরা। এদিকে, এই মামলায় এখনও পর্যন্ত দু’দফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে। দ্বিতীয় দিন প্রায় ন’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তবে ওই দিন জিজ্ঞাসাবাদের নামে তাঁর উপর মানসিক নির্যাতন করা হয়েছে বলেই অভিযোগ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =