justice amrita sinhas
কলকাতা: একটি মামলার সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে। কিন্তু, অভিযোগ জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য রীতিমতো চাপ দিয়েছে সিআইডি৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিচারপতি সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। উল্লেখ্য বর্তমানে নিয়োগ দুর্নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে বিচারপতি সিনহার এজলাসে।
কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি লিখে প্রতাপচন্দ্র জানিয়েছেন, একটি মামলার প্রেক্ষিতে তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল৷ কিন্তু, সেই মামলা সংক্রান্ত প্রশ্ন করার বদলে তাঁকে বিচারপতি সিনহার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়৷ জানতে চাওয়া হয় একাধিক তথ্য৷ এমনকী তিনি যাতে তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেন, তার জন্যেও জোরাজুড়ি করা হয়৷ মিথ্যে বয়ান দেওয়ানোর জন্য কুকথা বলা হয়৷ পাশপাশি চলে মেন্টাল টর্চার। চাঞ্চল্যকর অভিযোগ এনে প্রতাপচন্দ্র বলেন, এর জন্য টাকা, বাড়ি, গাড়ির টোপও দিয়েছিলেন সিআইডি-র আধিকারিকরা। এদিকে, এই মামলায় এখনও পর্যন্ত দু’দফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে। দ্বিতীয় দিন প্রায় ন’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তবে ওই দিন জিজ্ঞাসাবাদের নামে তাঁর উপর মানসিক নির্যাতন করা হয়েছে বলেই অভিযোগ৷