Concerns
কলকাতা: লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও এবং ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দেহ রয়েছে। সিবিআই এবং ইডি আধিকারিকদের বিকেলে এজলাসে হাজির থাকার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর মন্তব্য, সম্পত্তির যে বিবরণ জমা দেওয়া হয়েছে, তাতে বেশ কিছু সন্দেহ রয়েছে। এটা স্পষ্ট হওয়া প্রয়োজন। তাই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আদালতে উপস্থিত থাকতে হবে। বিকেল ৪টে ১৫ মিনিটে হবে মামলার শুনানি।
এই সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের সম্পত্তির হিসেব জমা পড়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ মতো, গত বৃহস্পতিবার মুখবন্ধ খামে সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছে। ইডি-র আইনজীবী আদালতে জানায়, যা তথ্য পাওয়া গিয়েছে, তা রিপোর্ট আকারে জমা দেওয়া হয়েছে। তবে তদন্ত এখনও চলছে। জানা যায়, ইডি-র পেশ করা রিপোর্টে অভিনয় জগতের সঙ্গে যুক্ত এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ইডি-র দাবি, ওই ব্যক্তি ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন৷ পরে অবশ্য তিনি সেই টাকা ফেরত দিয়ে দেন। তবে কোনও অভিনেতার কথা বলা হয়েছে, তার নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে রিপোর্ট দেখে বিচারপতি সিনহার প্রশ্ন ছিল, “এত কিছুর পর মাত্র একজনের হদিশ পেলেন?” তাঁর পর্যবেক্ষণ, ‘এটা বিশ্বাসযোগ্য নয় যে ফিল্ম ইন্ডাস্ট্রির মাত্র একজন এই মানি ট্রেলে রয়েছেন আপনাদের আগের কথা শুনে সেরকম মনে হয়নি।’ এবার সেই রিপোর্টেরই কিছু অংশে সন্দেহ নিরসনে ইডি ও সিবিআই আধিকারিকদের ডেকে পাঠালেন বিচারপতি সিনহা৷