কলকাতা: পঞ্চায়েত ভোটে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে রাজ্য সরকার৷ এই অভিযোগ এনে কলকাতা হাই কোর্ট মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিংহের এজলাসে৷ তিনি মামলাটি প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দেন। এ বিষয়ে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, এই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবেই গণ্য হওয়া উচিত। তাই এটিকে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে পাঠানো হল৷
শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে নম্বর ব্যবহার করা হয়েছে, সেই ফোন নম্বরই ব্যবহার করা হয়েছে সরকারের কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তেও। দলীয় কর্মসূচিতে ব্যবহৃত ফোন নম্বর কী ভাবে সরকারি কর্মসূচিতে ব্যবহার করা হল, তা নিয়েই প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিনই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে প্রকাশিত হয় পঞ্চায়েতের নির্ঘণ্ট৷ কিন্তু এর পরের দিন, এই কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুভেন্দুর দাবি, এতে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।
পাশাপাশি রাজ্যের একটি জায়গায় টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও এনেছেন শুভেন্দু। এই বিষয়ে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানানোর পাশাপাশি সংবাদমাধ্যমের সামনেও সরব হন তিনি৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা৷