বয়কট সত্ত্বেও ৯৫%ভোট কী ভাবে? রাজারহাট-‘রহস্য’ সমাধানে পুলিশকে নির্দেশ বিচারপতি সিনহার

বয়কট সত্ত্বেও ৯৫%ভোট কী ভাবে? রাজারহাট-‘রহস্য’ সমাধানে পুলিশকে নির্দেশ বিচারপতি সিনহার

কলকাতা:  পঞ্চায়েত ভোট নিয়ে সমস্যা মেটার যেন নামই নেই৷ একের পর এক মামলা হয়ে চলেছে আদালতে৷ এরই মধ্যে ভোট রহস্য সমাধানের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ 

সংশ্লিষ্ট বুথে ভোট বয়কট করেছিলেন ভোটাররা! অথচ দেখা গেল সেই বুথেই ভোটের হার ৯৫ শতাংশ। ভোটারদের একাংশের ভোট বয়কট সত্ত্বেও কী ভাবে এত বেশি ভোট পড়ল? মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ একই সঙ্গে রাজারহাটের বিডিওকেও তলব করেছেন তিনি৷ 

রাজারহাট এলাকার জাঙ্গা হাতিয়াড়া দু’নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম কলেজের একটি বুথের ঘটনার প্রেক্ষিতে মামলা হয় কলকাতা হাই কোর্টে। মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয়৷ কিন্তু বয়কট সত্ত্বেও ওই বুথে দেখা যায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। বয়কটের পরেও কী ভাবে ৯৫ শতাংশ ভোট পড়া সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি সিনহা। তিনি জানিয়েছেন, এই ঘটনার অনুসন্ধানে এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগাস্ট এই মামলায় আদালতে রিপোর্ট জমা দেবেন রাজ্যের ডিজি এবং আইজি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =