‘মানুষকে ন্যায় দিতে আদালতে আসি, খবরের কাগজে নাম ছাপাতে নয়’, সাফ জানালেন বিচারপতি সিনহা

‘মানুষকে ন্যায় দিতে আদালতে আসি, খবরের কাগজে নাম ছাপাতে নয়’, সাফ জানালেন বিচারপতি সিনহা

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকে মামলার পাহাড় জমতে শুরু করেছে কলকাতা হাই কোর্টে। পঞ্চায়েত সংক্রান্ত মামলার জন্য অন্যান্য মামলার শুনানি বাধা পাচ্ছে বলে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানালেন, একের পর এক মামলার চোটে দুপুরের খাবারটুকু খাওয়ার সময় পাচ্ছেন না তিনি। 

বুধবার সকালে আদালতে একটি মামলার উল্লেখ করেন আইনজীবী, যেটা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত নয়। মামলাটির নির্দিষ্ট দিনে শুনানির সম্ভাবনা রয়েছে কি না তা জানতে চাইলে বিচারপতি বলেন, ‘‘পঞ্চায়েত ভোট নিয়ে যেভাবে বন্যার মতো মামলা আসছে তাতে আমি আপনাকে কথা দিতে পারছি না। রোজ ৭০ – ৮০টা করে তালিকাবহির্ভূত মামলা আসছে’। তখন আইনজীবী বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় বিচারপতি দুপুরের আহার করার সময়টুকুও পাচ্ছেন না। ’ এর পরেই বিচারপতি সিনহা বলেন, ‘‘হ্যাঁ, গতকাল আমি সাড়ে দশটা নাগাদ এজলাসে বসেছি। আর উঠেছি বেলা ৩টে ২৯ মিনিটে’।

এর পর আরেক আইনজীবী বলেন, ‘‘আজকের খবরের কাগজে প্রথম হেডলাইনেই আপনার নাম।’’ একথা শোনার পরই বিচারপতি সিনহা বলেন, ‘‘খবরের কাগজে নাম ছাপাটা বড় কথা নয়। বড় কথা হল, একটু স্বস্তির জন্য মানুষ ছুটতে ছুটতে আদালতে আসছে। সাংবাদিকদের হয়তো হেডলাইন নিয়ে উৎসাহ থাকবে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র মানুষকে ন্যায় দিতে আসি। হেডলাইনে নাম ছাপার জন্য নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =