কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা৷ তবে কলকাতা হাই কোর্টের এক বিচারপতিকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে নাখুশ বিচারপতি৷ সোমবার এক মামলার শুনানির সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘‘কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না।’’
এর পরই তাঁর মুখে শোনা যায় মুখ্যমন্ত্রীর প্রশংসা৷ যদিও সরাসরি মমতার নাম নেননি তিনি৷ বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে উদ্দেশে করে বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’
প্রসঙ্গত, গত শুক্রবার ভোট হিংসার আক্রান্ত দলের আহত কর্মীদের দেখতে এসএসকেএমে গিয়েছিলেন অভিষেক। সেখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘‘এই হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের পুলিশ ধরতে পারছে না। কী করে পারবে? হাই কোর্ট তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। এত খুন হয়েছে হাই কোর্টের জন্য।” অভিষেক এ-ও বলেন, তাঁর এই বক্তব্যের জন্য যদি আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতে রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার কারণে এ ভাবেই বিচারপতি মান্থার সমালোচনা করেন তিনি।
অভিষেকের এই মন্তব্যের পরেই তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেকের এই মন্তব্য নিয়ে সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও।