কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ থেকে আজই ইস্তফা দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফাপত্র জমা দেবেন তিনি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান।’’ তবে এই প্রথম নয়৷ এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই নিজের এজলাসে বসেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন তিনি৷ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল ও দায়িত্বশীল একজন রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর সেই বিশ্বাসটা এখনও রয়েছে বলেই মন্তব্য করলেন বিচারপতি৷