কলকাতা: যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের মামলায় নয়া মোড়৷ অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নথি জাল করে কলেজের শিক্ষক পদে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, গত পাঁচ বছর ধরে তদন্তের পরও কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন ওই মামলার কোনও কিনারা করতে পারেনি। সেই কারণেই তদন্তের ভার সিআইডি-কে দেওয়া হল।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সুনন্দাকে শুধু জিজ্ঞাসাবাদই নয়, প্রয়োজনে হেফাজতেও নিয়ে পারবে সিআইডি।
২০১৮ সালের অক্টোবর মাসে যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের পরিচালন সমিতির (গভর্নিং বডি) প্রাক্তন সদস্য তথা অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যের বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের মামলা করেন। যার প্রেক্ষিতে নিম্ন আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয়। ওই বছর নভেম্বর মাসে এফআইআর করা হয়৷ এর পর তদন্ত শুরু করে চারু মার্কেট থানা৷ পরে তদন্তভার হাতে নেয় কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশনে। সুনন্দার বিরুদ্ধে যে সব ধারায় মামলা রুজু হয়েছে, তাতে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ বছর সাজা হতে পারে। দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি জানান, ১৮ অক্টোবর তদন্তের প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে।
সম্প্রতি সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অধ্যক্ষ পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পরে অধ্যক্ষ ডিভিশন বেঞ্চে গেলে, তাঁকে ওই পদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। তবে মূল মামলাটি শুনছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।