just dial
মুম্বই: জাস্ট ডায়ালের বাজিমাৎ। জাস্ট ডায়াল সংস্থার ত্রৈমাসিকের ফল বেরনোর পরেই শেয়ারের দাম বাড়তে শুরু হু হু করে।
এই সংস্থার ত্রৈমাসিকের নিট মুনাফা ৩৭.৯০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১১৫.৬০ কোটি টাকা। আর এই ফলপ্রকাশের পর থেকে গতি দেখা গিয়েছে এর শেয়ারের দামে। একদিনে বেড়েছে ১৪ শতাংশ। শুক্রবার সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের রেকর্ড ছুঁয়ে ১০৭৯ টাকা হয়ে যায়।
শনিবার ও এর আশেপাশেই ছিল। মনে রাখবেন, এক বছরে ৬২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। চারটিখানি কথা কিন্তু নয়।
আর, জাস্ট ডায়াল তাঁর মার্কেট ফাইলিংয়ে জানিয়েছে, ২০২৪-এর অর্থবর্ষে অপারেটিং রাজস্ব বার্ষিক ভিত্তিতে ৮৪৫ কোটি টাকা থেকে ১০৪৩ কোটি টাকা হয়েছে। একই সময়ে এই সংস্থার মুনাফা ১৬৩ কোটি টাকা থেকে বেড়ে ৩৬৩ কোটি টাকা হয়েছে।
তাই, বুঝেশুনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। কোথায় ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন সেটা জানতে এবং ফ্রিতে হাতে-কলমে শেয়ার বাজার শিখতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।