প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য? ৭ দাবিতে চিঠি জুনিয়র ডাক্তারদের

Junior Doctors Demands বহু টালবাহানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাসভবনে বৈঠক করতে পেরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর নবান্নে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেছিলেন মুখ্য…

Junior Doctors Demands

Junior Doctors Demands

বহু টালবাহানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাসভবনে বৈঠক করতে পেরেছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর নবান্নে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেছিলেন মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে। কিন্তু সেই বৈঠকে তাঁরা যে সমস্ত দাবি করেছিলেন, যা কিনা মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্য সচিব, তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।

Junior doctors demand fulfillment of promises

এই পরিস্থিতিতে মুখ্য সচিবকে সাত দফা দাবিতে ই-মেলের মাধ্যমে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন এই দাবিগুলি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। তাই আরও একবার সেগুলি মনে করিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে। চিঠিতে তাঁরা যে সমস্ত দাবি করেছেন সেগুলি হল,

১) সরকারি হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’-এর সঙ্গে যে বা যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় ভাবে সার্চ কমিটি গঠন করতে হবে।

২) মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে স্নাতক চিকিৎসক পড়ুয়া এবং হাউস স্টাফদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।

৩) মেডিক্যাল কলেজগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করে ছাত্র প্রতিনিধি বেছে নিতে হবে। এটি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কলেজ কাউন্সিলের বৈঠক ডাকতে হবে।

৪) ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত সদস্যের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-কে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে রাজ্যকে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।

৫) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কমিটি গঠন করতে হবে।

৬) কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী সাতটি কর্মদিবসের মধ্যে সক্রিয় করতে হবে। এছাড়া এই কমিটিগুলিতে সিনিয়র চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিকে রাখতে হবে।

৭) ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুসারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলির নীতি কার্যকর করতে হবে।

কিছুদিন আগেই অবস্থান বিক্ষোভ তুলে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। তাতে স্বস্তি প্রকাশ করেছে সব মহল। তবে তাঁরা এটাও জানিয়েছিলেন যে তাঁদের আন্দোলন জারি থাকবে। এই পরিস্থিতিতে মুখ্য সচিবের উদ্দেশে জুনিয়র চিকিৎসকদের এই সাত দফা দাবি পেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



আরও পড়ুন-

ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের! নাগরিক আন্দোলন বন্ধ করতে পদক্ষেপ?

বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বিজেপির মুখে আবার এনআরসি

রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু!

জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?

মাওবাদী নির্মূলের লক্ষ্যে ফের ডেডলাইন দিলেন শাহ!

দেউলিয়া বাংলাদেশ? ইউনূসকে ভরসা করাই ভুল!