SSC মামলায় চরম বিশৃঙ্খলা, কলকাতা হাই কোর্টের শেরিফকে তলব বিচারপতির

SSC মামলায় চরম বিশৃঙ্খলা, কলকাতা হাই কোর্টের শেরিফকে তলব বিচারপতির

কলকাতা: এসএসসি মামলা চলার মাঝে বিশৃঙ্খলা৷ কলকাতা হাই কোর্টের শেরিফকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তবে শেরিফ আসার আগেই তড়িঘড়ি এজলাস ছাড়েন এসএসসি’র আইনজীবী৷ 

আরও পড়ুন- ‘রণক্লান্ত, উদাসীন’! দলীয় মুখপত্রে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূলের

সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ সেই মামলাতেই গতকাল এসএসসি’র চেয়ারম্যান এবং এসএসসি’র সচিবকে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মামসার বিচারপর্ব চলার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি’র চেয়ারম্যান ও সচিবকে বলেন, গতকাল আপনাদের পক্ষের আইনজীবী গোটা বিষয়টা আদালতের সামনে ব্যাখ্যা করতে পারেননি৷ সেই কারণেই আজ আপনাদের ডেকে পাঠানো হয়েছে৷ সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন এসএসসি’র আইনজীবীও৷ তিনি হঠাৎ করে বলেন, বিষয়টা এমন নয় যে তিনি বোঝাতে পারেননি বা গোটা বিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয়৷ এর পরেই বাগবিতণ্ডা শুরু হয়৷

এর পরেই আদালত চত্বরে বা এজলাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন না বলে সতর্ক করেন বিচারপতি৷ এবং অবিলম্বে এসএসসি’র আইনজীবীকে এজলাস ছেড়ে বেড়িয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি৷ কিন্তু তিনি এজলাস ছাড়তে অস্বীকার করেন৷ সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের শেরিফকে ডেকে পাঠানো হয়৷ এর পরেই তড়িঘড়ি এজলাস ছেড়ে বেরিয়ে যায় এসএসসি-র আইনজীবী সমরেশ বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনায় এজলাসে তাৎক্ষণিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ উল্লেখ্য, বর্তমানে কলকাতা হাই কোর্টের শেরিফ হলেন সাহিত্যিক মনিশঙ্কর মুখোপাধ্যায়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =