‘শুধু রাজনৈতিক মামলা শোনার সময় নেই আদালতের’, অসন্তুষ্ট বিচারপতি

‘শুধু রাজনৈতিক মামলা শোনার সময় নেই আদালতের’, অসন্তুষ্ট বিচারপতি

কলকাতা: বিভিন্ন কারণ তুলে হাই কোর্টের দ্বারস্থ হওয়াটা রাজনৈতিক নেতাদের রোজনামচা হয়ে দাঁড়িয়েছে৷ প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিষয়ে মামলা হচ্ছে৷ হচ্ছে শুনানি। এত ঘন ঘন রাজনৈতির মামলা শুনতে শুনতে বিরক্ত বিচারপতি জয় সেনগুপ্ত। এমনকী রাজনৈতিক মামলা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিলেন তিনি।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা হয়েছে হাই কোর্টে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এসে নতুন করে মামলা ঠুকছেন। দেখা যাচ্ছে, এমনও দেখা গিয়েছে, একই বিষয়ে একাধিক মামলা হয়েছে। এই ঘটনায় চরম বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি সেনগুপ্ত৷ তিনি বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক মামলা শোনার সময় নেই আদালতের। আরও অনেক মামলা রয়েছে।’

সোমবার একটি মামলার শুনানি চলার সময় বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাই ২৭-২৮টা মামলা করেছেন। তার ওপর এইরকমই আরও ১০টা মামলা রয়েছে।’ এরপরই বিচারপতির মন্তব্য,  ‘শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি?’

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর থেকে ১০ জন তাঁদের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানি ছিল সোমবার৷  সেই সময়ই এজলাসে ক্ষোভ উগড়ে দেন বিচারপতি সেনগুপ্ত৷ রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ভোটের আগে এত রক্ষাকবচ হাই কোর্ট দিয়েছিল, তখন কেন ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যাননি। ভোটের আগেও অভিযুক্তর যে স্ট্যাটাস ছিল, ভোটের পরেও তাই। তখন যদি এভাবে রক্ষাকবচ দেওয়ায় রাজ্য সমর্থন করে, তাহলে এখন আপত্তি কীসের?’

যদিও শেষ পর্যন্ত বিচারপতি সেনগুপ্ত ওই মামলাটি শোনেন। শুনানি শেষে রাজ্যকে এই ব্যপারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ দেওয়ার সময় এদিন আদালত বলে, বিচারপতি রাজাশেখর মান্থা যখন ১৫ জুলাই পর্যন্ত সব অভিযুক্তকে রক্ষাকবচ দিয়েছিলেন, তখনই রাজ্যের উচিত ছিল আপত্তি জানানো৷ তারা ডিভিশন বেঞ্চেও যেতে পারত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *