মুম্বই: দুর্ঘটনার কবলে গায়ক জুবিন নওটিয়াল৷ সিঁড়ি থেকে হড়কে পড়ে গিয়ে একাধিক চোট পেলেন শিল্পী। কনুই এবং পাজরের হাড় ভেঙে গিয়েছে তাঁর। বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ায় মাথাতেও গুরুতর চোট পেয়েছেন জুবিন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, জুবিনের ডান হাতে অস্ত্রপচার করা হয়েছে৷ দৈনন্দিন কাজে আপাতত এই কাজ ব্যবহার করতে মানা করেছেন চিকিৎসকরা৷ জুবিনের দুর্ঘটনার খবর শোনার পর থেকেই উদ্বেগে রয়েছেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন- ভেঙেছে তিন-তিনবার বিয়ে, এবার কি অভিরূপের সঙ্গেও ভাঙল প্রেম? মুখ খুললেন শ্রাবন্তী
‘তু সামনে আয়ে’, ‘মানিকে’, ‘বানা শরাবি’, ‘রাতা লম্বিয়া’র মতো গানে যুব মনের স্পন্দন বাড়িয়েছেন জুবিন৷ প্লেব্যাক সিঙ্গার হিসাবে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই তাঁর আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা৷ এক নেটিজেন লিখেছেন, ‘‘গেট ওয়েল সুন।” অপর একজব লিখেছেন, “আপনার আরোগ্য কামনা করি। শক্তি সঞ্চয় করে ফিরে আসুন।”হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই ছুটি দেওয়া হবে গায়ককে।
গত সপ্তাহেই দুবাইয়ে একটি লাইভ কনসার্ট করেন জুবিন। ওই শো-এ জুবিন বলেছিলেন, “দুবাইয়ের ক্রাউডের মধ্যে আলাদা উদ্যম আছে। উৎসবের মরশুম আসছে। এই সময় নিজের মনে পজিটিভিটি জিইয়ে রাখা জরুরি। গানই মনের সমস্ত মলিনতাকে দূর করে দিতে পারে।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>