কলকাতা: যাদবপুরে ছাত্র মৃত্যু ঘটনায় বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছিল লালবাজার। সেই মতোই হাজিরা দেন রেজিস্ট্রার৷ কিন্তু যেতে পারেননি ডিন৷ পুলিশ সূত্রে খবর, পড়ুয়ারা তাঁকে ‘ঘেরাও’ করে রাখায়, তিনি লালবাজারে যেতে পারেননি।
গত বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ বৃহস্পতিবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয়। ওইদিন রাতে ওই ছাত্রের উপর অত্যাচার হয়েছিল বলেই অভিযোগ উঠেছে৷ উঠে এসেছে র্যাগিংয়ের অভিযোগ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ন’জন গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ছাত্রমৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসির র্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি কেন মান্য করা হয়নি, তার কারণও দর্শাতে বলেছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। লাল বাজারে তলব করা হ রেজিস্টার ও ডিনকে৷ বিকেল চারটেয় ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়কেও৷ তবে ছাত্র ঘেরাওয়ের মুখে লালবাজারে হাজিরা দিতে পারেননি ডিন৷