যাদবপুর র‌্যাগিংকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট, পকসো ধারাতেও মামলা পুলিশের

যাদবপুর র‌্যাগিংকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট, পকসো ধারাতেও মামলা পুলিশের

ju

কলকাতা: যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুতে উঠেছিল ব়্যাগিং-এর অভিযোগ৷ দাবি করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল। এই ঘটনায় যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। যাদবপুরের এই ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল৷ সেই ঘটনায় এবার ধৃত ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ।

ছাত্রমৃত্যুর ঘটনায় আলিপুর আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তদন্তে যদি অন্যান্য তথ্য উঠে আসে, তাই ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশ করার আবেদনও জানানো হয়েছে৷ তেমনটাই আদালত সূত্রে খবর।

চার্জশিটে বলা হয়েছে, হস্টেলে পা রাখার পর প্রথম দিন থেকেই ওই ছাত্রকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন সহ্য করতে হয়েছে৷  ওই ছাত্রকে মানসিক বা শারীরিক অত্যাচারের সঙ্গে অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল। এই অত্যাচার সহ্য করতে না পেরেই প্রথম বর্ষের বাংলা বিভাগের ওই পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রের খবর, আদালতে এখন পুজোর ছুটি চলছে৷ তাই বিচারকের হাতে এই চার্জশিট পৌঁছয়নি। সাধারণত, চার্জশিট হাতে পাওয়ার পর প্রথমে তা গ্রহণ করেন বিচারক। তারপরেই শুরু হয় শুনানি। এই ঘটনায় পুলিশের কাছে এফআইআর করেছিলেন মৃত ছাত্রের মামা৷ তাঁর কথায়, “এখনও ময়না-তদন্তের রিপোর্ট হাতে এল না। এ দিকে বলা হচ্ছে আত্মহত্যায় প্ররোচনা! কিছুই বুঝতে পারছি না।” নিহত ছাত্রের বাবা বলেন, “চার্জশিটের বিষয়টি ভাল করে না জেনে এখনই মন্তব্য করতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =