কলকাতা: ভোট মিটলেও অশান্তির রেশ কাটেনি! গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর৷ মৃত্যু থেকে হানাহানি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বহু জায়গায়। রক্তে ভেজা বাংলার মাটি৷ মনোনয়ন পর্ব থেকে যে হিংসার সূত্রপাত, সেই ধারা বইল ভোট উৎসবেও৷ রবিবার সকালেও গ্রাম বাংলা থেকে উঠে আসছে রাজনৈতিক কর্মীদের খুনের ঘটনার খবর৷ এত হিংসার মাঝেও ‘নীরব’ নির্বাচন কমিশন৷ যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিতা নিয়ে মুখ খুললেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
২০২৩ সালের পঞ্চায়েত ভোটে উঠে এসেছে তীব্র হিংসার ছবি৷ বহু মা তাঁর সন্তানকে হারিয়েছে। বহু সন্তান হয়েছে পিতৃহারা৷ অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ রক্ত মাখা পঞ্চায়েত ভোট নিয়ে এবার প্রতিবাদে গর্জে উঠলেন জয়জিৎ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন নির্বাচন কমিশনারকে৷
সোশ্যাল মিডিয়ায় জয়জিত লেখেন, “নির্বাচন কমিশনার গোঁফে তা দিচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী মাংসভাত খাচ্ছে।” আরেকটি পোস্টে অভিনেতা প্রশ্ন তুলেছেন, “এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না?”
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সকাল থেকেই অশান্তির আবহ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনারের গা-ছাড়া হাবভাব দেখে প্রতিবাদ করেছিলেন ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তীরা। রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে পোস্ট করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল। এবার রাজীবকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করলেন জয়জিৎ৷