ষড়যন্ত্র না দুর্ঘটনা? নন্দীগ্রামকাণ্ডে জমা পড়ল না যৌথ কমিটির রিপোর্ট

ষড়যন্ত্র না দুর্ঘটনা? নন্দীগ্রামকাণ্ডে জমা পড়ল না যৌথ কমিটির রিপোর্ট

 

কলকাতা: নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক কী হয়েছিল সেখানে? এখনও জমা পড়ল না যৌথ কমিটির রিপোর্ট৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তরক্ষী করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি৷ তাই পিছিয়ে গেল রিপোর্ট জমা দেওয়ার সময়ও৷ 

আরও পড়ুন- ভবানীপুরে ভ্যাবাচ্যাকা! মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন মুখ্যসচিব ও ডিজি-র যৌথ কমিটি গঠন করা হয়েছিল৷ ইতিমধ্যেই বিবেক সহায়কে সাসপেন্ড করা হয়েছে৷ কিন্ত তাঁর অধীনে যে সকল নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁরা কী করছিলেন, কী ভাবে মুখ্যমন্ত্রীর আঘাত লাগল, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছিল৷ কিন্তু এই রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে বলে খবর৷ কেননা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীই করোনা আক্রান্ত হয়েছেন৷ সে জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না৷ ফলে রিপোর্ট জমা করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানানো হয়েছে৷ 

প্রসঙ্গত, ২ মে ফলাফল ঘোষণার আগে এই রিপোর্ট জমা হয়ে গেলে এই বিষয়ে নির্বাচন কমিশন বড় কোনও পদক্ষেপ করতে পারবে৷ কিন্তু ২ মে’র পর এই রিপোর্ট জমা পড়লে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা থাকবে পরবর্তী সরকারের হাতেই৷  
 

আরও পড়ুন- নিজের কেন্দ্রেই বাড়ি ভাড়া পাচ্ছেন না হিরণ! তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থীর

প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার দিনই বারুলিয়ায় আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, গোটা ঘটনাটাই ষড়যন্ত্র৷ চক্রান্ত করে তাঁর গাড়ির দরজায় ধাক্কা দেওয়া হয়েছে৷ ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত পুলিশও সেখানে ছিল না৷ এই বিষয়ে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা৷ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানান তাঁরা৷ এর পরেই ঘটনার তদন্তে মুখ্যসচিব ও ডিজি-র যৌথ কমিটি গঠন করে দেওয়া হয়৷ যদিও বিজেপি’র দাবি, এটা কোনও ষড়যন্ত্র নয়, নিছকই দুর্ঘটনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *