নয়াদিল্লি: মোদি বিরোধী মন্তব্য করে বিপাকে জন অলিভারের জনপ্রিয় টিভি শো ‘দ্য লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’। যার জেরে হটস্টার থেকে তুলে নেওয়া হল অলিভারের কমেডি শোয়ের একটি পর্ব। অলিভারকে একহাত নিলেন সাংবাদিক অর্ণব গোস্বামী৷
প্রথম সারির একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারির ‘দ্য লাস্ট উইক টুনাইট উইথ জন লিভার’-এর বিশেষ পর্ব ছিল ভারত প্রসঙ্গে৷ আরএসএস-এর উৎপত্তি, ২০০২-এর গুজরাত দাঙ্গা থেকে শুরু করে সাম্পতিককালে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লিজুড়ে সাম্প্রদায়িক হানাহানির প্রসঙ্গ উঠে আসে ওই শো’তে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন অলিভার৷ বেশ কিছু প্রসঙ্গ টেনে মোদী সরকারকে বেঁধেন তিনি৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের ‘বিতর্কিত চরিত্র’ বলেও মন্তব্য করেন ‘লাস্ট উইক টুনাইট’-এর এমি পুরস্কার জয়ী এই সঞ্চালক৷
Arnab criticized John Oliver in his debate.
And ended up being a universal embarrassment on the show 😂@LastWeekTonight @HBO @iamjohnoliver pic.twitter.com/np5v3Bf9Bf
— Shilpak Toye (@ugach_kahitarii) March 9, 2020