চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে ট্রাম্পের! বেনজির আক্রমণ বিডেনের

জো বিডেনের কাছে পরাজয় যেন এখনও মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প।

3 stocks recomended

নিউইয়র্ক: সদ্য সমাপ্ত আমেরিকার নির্বাচনে জো বিডেনের কাছে পরাজয় যেন এখনও মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে বিতর্ক এখনো জারি রয়েছে মার্কিন মুলুকে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে। কিন্তু তার পরেও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলছেন ডোনাল্ড ট্রাম্প, আইনি লড়াইয়ের কথা বলছেন। এই প্রেক্ষিতেই ট্রাম্পকে বেনজির আক্রমণ করলেন বিডেন। তিনি বললেন, ইতিহাসের অন্যতম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিডেন জানিয়েছেন, নির্বাচনের ফলাফল সকলে মেনে নিয়েছেন। ফলাফল ঘোষণা হওয়ার পরেও দায়িত্বজ্ঞানহীন ভাবে আচরণ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্য গোটা বিশ্বের কাছে খারাপ বার্তা যাচ্ছে গণতন্ত্র নিয়ে। এই প্রেক্ষিতে তিনি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইতিহাসে অন্যতম দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন। বিডেনের কথায়, তিনি এখনো বুঝতে পারছেন না যে ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন। নির্বাচনে হেরে যাবার পরেও আইনি লড়াইয়ের কথা বলে বিভ্রান্ত করছেন সকলকে। কিন্তু প্রত্যেকেই বুঝে গেছে যে তিনি জেতেননি। আর তিনি ভবিষ্যতে জিতবেনও না। আগামী জানুয়ারি মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সেটাই স্পষ্ট হয়ে যাবে বলে দাবি বিডেনের।

নির্বাচন শেষ হওয়ার পর প্রথম থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, রিগিং করে তাকে হারানো হয়েছে। কারচুপির অভিযোগ এর বিরুদ্ধে আদালতে মামলা করার ঘোষণা করেছিলেন তিনি। যদিও জো বিডেন আর এসব বিষয়কে পাত্তা দিতে চান না। তাই এবার ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীনতার প্রশ্ন তুলে তাকে সরাসরি কটাক্ষ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে তিনি হেরে গেছেন এবং আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বিডেন। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগ তিনি ফিরিয়ে নিতে রাজি। এই বিষয়ে তিনি অনড় রয়েছেন যে তাঁকে কারচুপি করেই হারানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *