job seekers
কলকাতা: চাকরিপ্রার্থীদের আচমকা অভিযানে কালীঘাটে হুলস্থুল৷ বুধবার দুপুরে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে পৌঁছে যান চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের বাধা দিতেই উত্তেজনা ছড়ায় এলাকায়৷
অভিযোগ, বুধবার দুপুর ২টো নাগাদ আচমকা কিছু চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করেন৷ গোটা ঘটনায় শোরগোল পড়ে যায় কালীঘাট চত্বরে৷ নিজেদের ২০০৯ সালের চাকরিপ্রার্থী হিসেবে দাবি করে তাঁদের দাবি, “এক যুগ অতিক্রান্ত। এখনও চাকরি মিলল না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।”
এদিকে, আজ দুপুরেই চাকরির দাবিতে শহরে মিছিল করবে গ্রুপ ডির চাকরিপ্রার্থীরা। ‘থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হয়ে নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে মিছিল। সেই মিছিলে আবার পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ স্বভাবতই ওই মিছিলকে ঘিরে সকাল থেকেই তৎপর পুলিশ৷ কড়া পুলিশি পাহাড়ায় ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা৷ তরই মাঝে দুম করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগণার চাকরি প্রার্থীরা৷ আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে তাঁরা বঞ্চিত। আন্দোলন করতে গেলেও পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে৷ সম্প্রতি তাঁরা নবান্ন অভিযানের উদ্যোগ নিয়েছিল৷ সেই সময়ও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।
আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানান, বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলেই এবার কাউকে কিছু না জানিয়েই তাঁরা চোরাগোপ্তা অভিযানের সিদ্ধান্ত নেন। কালীঘাটে হরিশ চ্যাটার্জী স্ট্রিট ধরে রীতিমতো তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে দৌড় শুরু করেন৷ হঠাৎ করে চাকরিপ্রার্থীরা হামলে পড়ায় রীতিমতো নাকাল হতে হয় পুলিশ কর্মীদেরও। পরে অবশ্য তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি কেউই৷