ভোটের আগে ফের ধক্কা গেরুয়া শিবিরে, এ বার দল ছাড়ার ঘোষণা ঝাড়গ্রামের BJP সাংসদের!

ভোটের আগে ফের ধক্কা গেরুয়া শিবিরে, এ বার দল ছাড়ার ঘোষণা ঝাড়গ্রামের BJP সাংসদের!

jhargram-bjp-mp-kunar-hembram-quits

কলকাতা: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর ঠিক আগে ধাক্কা গেরুয়া শিবিরে৷ এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম৷ 

শুক্রবার রাতেই দলত্যাগের কথা জানিয়ে চিঠি পাঠান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে৷ কুনারের মতো নেতা দল ছাড়লে ঝাড়গ্রামের মতো ‘শক্ত ঘাঁটিতে’ কী ভাবে পদ্ম ফোটানো সম্ভব হবে, তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ওই কেন্দ্র থেকে আসন্ন লোকসভা ভোটে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

যদিও কানাঘুষো, এবার নাকি ঝাড়গ্রাম কেন্দ্র থেকে কুনারকে টিকিট দিত না বিজেপি৷ এই কেন্দ্রে উঠে আসছিল একাধিক নাম৷ তবে কোনও একজনের নামে এখনও সিলমোহর পড়েনি৷ কিছু দিন আগেই দল ছাড়েন রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী৷ বৃহস্পতিবার তৃণমূলের মিছিলে পা মেলাল তিনি। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এ বার দলত্যাগ করল সাংসদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fifteen =