কলকাতা: পলিটেকনিক কোর্সে ভর্তির প্রবেশিকা জেক্সপো এখনই বাতিল হচ্ছে না। অনলাইন আবেদনের সময় ২৪ আগস্ট পর্যন্ত বাড়তে পারে বলে জানাল কারিগরি শিক্ষা সংসদ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা তথা দক্ষতা উন্নয়ন সংসদের চেয়ারম্যান সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু অনুমোদন দিলেই এই সময়সীমা বাড়ানো হবে।
আরও পড়ুন: ভারতেও অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল হোক, আবেদন সিরাম ইনস্টিটিউটের
আগেই এই পরীক্ষায় কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। কিন্তু কোভিড ১৯-এর আবহে এই পরীক্ষা বাতিল করা হবে বলেই মনে করেছিল শিক্ষামহল তথা পড়ুয়াদের একাংশ। কিন্তু শেষ পাওয়া খবরে এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না বলে জানা গেল। অনুমোদন পেলেই তা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সুব্রতবাবু। অন্যদিকে, পলিটেকনিকের বিভিন্ন সেমিস্টারের মূল্যায়ন নিয়ে বিভ্রান্তি লেগেই আছে। কোথাও কোথাও বিনা নোটিশে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্কে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান? জেনে নিন কী করবেন
কৃষ্ণনগরের একটি সরকারি পলিটেকনিক কলেজে হঠাৎ করেই মঙ্গলবার রাতে জানানো হয়, বুধবার মৌখিক (ভাইভা) পরীক্ষা নেওয়া হয়। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মধ্যে এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। কেননা ওই ভাইভায় পাওয়া নম্বর তাদের সার্বিক ফলাফলের সঙ্গে যোগ করা হবে, সুতরাং কয়েক ঘণ্টার নোটিশে ওই পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব, এই নিয়েই প্রশ্ন তোলেন পড়ুয়ারা। জানা গেছে সংসদ এই খবর জানতে পেরে ওই পরীক্ষা বাতিল করার নির্দেশ দেয়। কিন্তু সার্বিক মূল্যায়ন নিয়ে এখনও পলিটেকনিক কলেজগুলির মধ্যে কেন কোনও সমন্বয় নেই, সেই প্রশ্ন উঠছেই।