আবার বাবা হলেন জিৎ, অভিনেতার ঘরে কন্যা এল না কি পুত্র?

আবার বাবা হলেন জিৎ, অভিনেতার ঘরে কন্যা এল না কি পুত্র?

jeet 

কলকাতা: পুজোর আগে টলিপাড়ায় সুখবর৷ ফের বাবা হলেন অভিনেতা জিৎ৷ দিন কয়েক আগেই পরিবারে নতুন অতিথি আসার কথা ঘোষণা করেছিলেন টলিউড তারকা৷ স্ত্রী মোহনের সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি দিয়েছিলেন জিৎ৷ সোমবার এল সুখবর৷ মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর তাঁদের পরিবারে এল নতুন অতিথি। ১৬ অক্টোবর পুত্রসন্তানের পিতা হলেন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় এই সুখবর ভাগ করে জিৎ লিখেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আমরা আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’’ অভিনেতা এই বার্রতা দিতেই ভক্তরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছাবার্তার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ 

জিৎ বরাবরই পরিবার কেন্দ্রীক৷ মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই তাঁর জগৎ। কোনও রকম ফিল্মি পার্টি কিংবা প্রিমিয়ার- সে ভাবে দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও সে ভাবে হন না অভিনেতা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত ছবি ‘মানুষ’। তার আগেই পুজোর উপহার পেয়ে গেলেন অভিনেতা। দেবীপক্ষের শুরুতেই মদনানি পরিবারে একরাশ খুশির হাওয়া। দিন কয়েক আগেই টলিপাড়ার আরেক দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা মা-বাবা হয়েছেন। তাঁদের কোলেও এসেছে পুত্র সন্তান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =