কলকাতা: প্রকাশিত হল জেইই অ্যাডভান্স পরীক্ষার ফলাফল। আইআইটি-র প্রবেশিকার জন্য এই পরীক্ষ নেওয়া হয়৷ রবিবার এই ফল প্রকাশ করে আইআইটি গুয়াহাটি৷ জেইই অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’-ও প্রকাশ করেছে আইআইটি গুয়াহাটি। ২০২৩-এ জেইই অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩ হাজার ৭৭৩ পড়ুয়া। পরীক্ষায় বসেছিলেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার পড়ুয়া৷
কী ভাবে ফলাফল দেখা যাবে?
পড়ুয়ারা jeeadv.ac.in – এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেনষ
১) প্রথমে jeeadv.ac.in সাইটে যান।
২) হোম পেজেই JEE (Advanced) 2023 Result দেখার জন্য লিঙ্ক রয়েছে। তার উপর ক্লিক করুন।
৩) একটি নতুন পেজ খুলে যাবে।
৪) সেখানে রোল নম্বর, ফোন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Get Result’-এ ক্লিক করুন।
৫) এর পর রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট-আউট বার করে নিন৷
কীভাবে জেইই-অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’ দেখা যাবে?
১) প্রথমে jeeadv.ac.in সাইটে যান।
২) হোম পেজেই JEE (Advanced) 2023 পরীক্ষার পেপার ১ এবং পেপার ২-এর ‘অ্যানসার কি’-এর লিঙ্ক দেওয়া রয়েছে। যে লিঙ্কে ক্লিক করবেন, সেই অনুযায়ী পিডিএফ ফাইল খুলে যাবে।
উল্লেখ্য, এবারের জেইই অ্যাডভান্স পরীক্ষা হয় মোট ৩৬০ নম্বরে৷ এর মধ্যে ফিজিক্স ছিল ১২০ নম্বরের৷ দু’টি পেপার ভাগ করে ফিজিক্সের পরীক্ষা হয়। এদিকে কেমিস্ট্রির জন্যেও বরাদ্দ ছিল ১২০ নম্বর৷ দু’টি পেপারে ভাগ করে এই পরীক্ষা হয়। অঙ্কের ক্ষেত্রেও একই ভাবে দুই ভাগে ১২০ নম্বরে পরীক্ষা নেওয়া হয়। এবারের পরীক্ষায় ৩৪১ নম্বর পেয়ে শীর্ষ স্থান দখল করেছেন হায়দরাবাদের ভভিলালা চিদবিলাস রেড্ডি।