ভোট চাইতে এলেই BJP-কে ঝাঁটা মেরে তাড়ান, নিদান জয়প্রকাশের

ভোট চাইতে এলেই BJP-কে ঝাঁটা মেরে তাড়ান, নিদান জয়প্রকাশের

jayaprakash mazumder

চন্দ্রকোনা: বছর ঘুরলেই লোকসভা ভোট৷ এখন থেকেই বাড়তে শুরু করেছে আক্রমণের ঝাঁঝ। কুকথার বুলি ছুটছে নেতাদের মুখে। এবার বিজেপি নেতাদের ঝাঁটা মারে বিদায় করার নিদান দিলেন তৃণমূল অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশ এদিন বলেন, “বিজেপি নেতারা বাড়িতে ভোট চাইতে এলে আগে বলবেন টাকা দিন, না হলে ঝাঁটা মারব।”

মঙ্গলবার চন্দ্রকোনা বিধানসভার উদ্যোগে চন্দ্রঘোনা শ্রীনগর এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভা থেকেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুড় চড়ান জয়প্রকাশ। সেই সভা থেকেই ঝাঁটা মারার নিদান দেন জয়প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 1 =