‘একটু সত্যি কথাও লিখুন!’ সাংবাদিকদের বুদ্ধি দিয়ে বিচার করার পরামর্শ জয়ার

‘একটু সত্যি কথাও লিখুন!’ সাংবাদিকদের বুদ্ধি দিয়ে বিচার করার পরামর্শ জয়ার

3c1651c020a88d9217475bd4760b985e

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের অনেক আগে থেকেই টাকা দিয়ে ভোট লুট করার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে সংবাদমাধ্যমের একাংশকে কিনে নিয়ে তাদের দিয়ে নিজেদের মতো করে খবর পরিবেশনা করছে বিজেপি এমন অভিযোগও তুলেছেন তারা। এদিন ভাঙরের জনসভা থেকেও একই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল ভবন থেকে আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সদস্য তথা সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন সাংবাদিকদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তিনি বললেন, “একটু সত্যি কথাও লিখুন”।

এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করে জয়া বলেন, আপনারা নিজেদের মতো করে যা লিখবেন বা বলবেন। কিন্তু একটু সত্যি কথাও লিখুন, সত্যি কথা বলুন। ‌আপনারা বাংলার মাটির লোক তাই শুধু বস যা বলবে তাই লিখলে চলবে না। যেটা মন বলবে আর বুদ্ধি বলবে সেটা করুন। বাঙালিরা সব সময় করেছে। কেউ বাঙালিকে কখনো ভয় দেখিয়ে সফল হতে পারেনি আর আজকেও পারবে না, বলেন জয়া বচ্চন। আসলে বিজেপি যে সংবাদমাধ্যমের একাংশকে ভয় দেখিয়ে খবর করাচ্ছে সেই অভিযোগ আগেই করেছে তৃণমূল কংগ্রেস। এদিন আবার জয়া তিনি বক্তব্য শুরু করলেন নিজের আসল নাম এবং পিতৃপরিচয় দিয়ে। তৃণমূল কংগ্রেস বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করে চলেছে প্রথম থেকেই। তার নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছে তারা। বিশেষজ্ঞদের মতে, এদিন জয়া বচ্চন নিজের পরিচয় দিলেন এই কারণেই, যাতে তাকে বহিরাগত বলে আক্রমণ করতে না পারে বিজেপি। তিনি বুঝিয়ে দিতে চাইলেন, প্রবাসী হলেও তিনি আদতে বাঙালি এবং বাঙালি থাকবেন। 

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ভেঙেছে, পা ভেঙেছে কিন্তু ওরা তাঁর মন এবং আত্মবিশ্বাস ভাঙতে পারেনি। তিনি বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রচার করতে এসেছেন কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন। জয়ার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একা সবার বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গকে বিশ্বের সেরা বানাতে চাইছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *