কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ, উত্তপ্ত তারকেশ্বর

তারকেশ্বর:  হুগলীর তারকেশ্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধেই উঠল শ্লীলতাহানীর অভিযোগ৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা৷ তাকে রীতিমতো জুতো পেটা করা হয়৷

আরও পড়ুন- EVM মেশিন সরানোর অভিযোগ, উলুবেড়িয়ায় সেপেন্ড সেক্টর অফিসার

রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে৷ কিন্তু রক্ষকই হয়ে উঠল ভক্ষক৷ তারকেশ্বরের রামনগর এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানীর চেষ্টা করে কেন্দ্রী বাহিনীর এক জওয়ান৷ ওই নাবালিকার অভিযোগ, তাকে টেনে নিয়ে গিয়ে টাকার টোপ দেওয়ার চেষ্টা করে ওই জওয়ান৷ সে যাতে চেঁচাতে না পারে, সে জন্য তার মুখও চেয়ে ধরা হয়৷ রাতভর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷

তারকেশ্বরের ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে।  ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানদের মধ্যেই একজন এই কাজটি করেছে বলেই অভিযোগ৷ জানা গিয়েছে, ওই নাবালবিকা রাত্রে বান্ধবীর বাড়ি থেকে বই আনতে যাচ্ছিল৷ সেই সময়েই এই ঘটনাটি ঘটে৷ তাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়৷ ঘটনাটি জানাজানি হতেই ওই জওয়ানকে জুতোপেটে করে এলাকার উত্তেজিত মানুষ৷ এর পরে তারকেশ্বর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাতভর বিক্ষোভ দেখানো হয়৷ তারকেশ্বরেও ওই এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =