মরুভূমির উষ্ণতা মেখে বিকিনিতে লুঙ্গি ডান্স জাহ্নবীর, হট লুকে পুড়ছে নেটপাড়া

মরুভূমির উষ্ণতা মেখে বিকিনিতে লুঙ্গি ডান্স জাহ্নবীর, হট লুকে পুড়ছে নেটপাড়া

দুবাই:  বি-টাউনের হট সেনশেসন জাহ্নবী কাপুর আপাতত বোন খুশি কাপুরকে নিয়ে ভেকেশন মুডে রয়েছেন৷ দারুণ মস্তিতে ছুটি কাটাচ্ছেন দুই বোন৷ ভরা যৌবনে তুলেছেন উত্তেজনার ঝড়৷ দুবাইয়ে ডেজার্স সাফারির পর আপাতত বিকিনিতে লুঙ্গি ডান্স করে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন জাহ্নবী৷ 

জাহ্নবী

নিজের বেরাতে যাওয়ার ছবি ও ভিডিয়ো ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শ্রী-কন্যা৷ সেখানেই তাঁকে দেখা গেল মাল্টিকালার বিকিনিতে৷ একেবারে আগুন নিয়ে খেলছেন লাস্যময়ী৷ আবার সূর্যাস্তের সময় সমুদ্রের জলে পা ভিজিয়ে পোজ দিয়েছেন জাহ্নবী ও খুশি৷ আলো আঁধারিতেও স্পষ্ট তাঁদের যৌবনের ছটা৷ 

জাহ্নবী

জংলা বিকিনির উপরে শাড়ি জড়িয়ে একটি ছবির ক্যপশনে জাহ্নবী লিখেছেন ‘লুঙ্গি ডান্স’৷ 

জাহ্নবী

চুটিয়ে জেট স্কি-র মজাও নিয়েছেন জাহ্নবী৷ পোজ দিয়ে ছবিও তুলেছেন৷ তাঁর এই উষ্ণ ছবি ঠাণ্ডা জলেও আগুন লাগিয়েছে৷ পাশাপাশি আগুন জ্বলেছে ফ্যানেদের মনেও৷ জাহ্নবীর এই সকল ছবিগুলি দারুণ ভাইরাল হয়েছে৷ ফ্যানেরাও তাঁকে ভালোবাসা উজার করে দিয়েছে৷ এর আগে দুই বোন এটিভি বাইকে চেপেও দারুণ মজা করেছিলেন৷ শর্টস ও ব্রালেটে ঝড় তুলেছেন খুশি-জাহ্নবী৷ 

জাহ্নবী

ইশান খাট্টারের সঙ্গে ধড়ক ছবি দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী৷ সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীতি মজার ছবি রুহি৷ এর পর তাঁকে দেখা যাবে দোস্তানা ২ এবং গুডলাক জেরিতে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 10 =