মলদ্বীপে সুইমস্যুটে উষ্ণতা ছড়াচ্ছেন জাহ্নবী

মলদ্বীপে সুইমস্যুটে উষ্ণতা ছড়াচ্ছেন জাহ্নবী

মুম্বই: মলদ্বীপে মন মজেছে জাহ্নবীর৷ সেখানে বন্ধুদের নিয়ে ছুটি কাটাচ্ছেন শ্রীদেবী কন্যা৷ সেই সঙ্গে বাড়ছে মলদ্বীপের উষ্ণতাও৷ সেখান থেকেই নিজের একগুচ্ছ স্টানিং ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘ধড়ক’ গার্ল৷ যা পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন- আচমকা অসুস্থ শ্রীলেখা, করোনা? ঘরে বসে অনুরাগীদের বার্তা অভিনেত্রীর

এই প্রথম ক্যামেরার সামনে কিছুটা অন্য রূপে ধরা দিলেন জাহ্নবী৷ তাঁকে দেখা গেল সুইম স্যুইটে৷ ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন তিনি৷ তাঁর মধ্যে একটি রং-বেরং-এর সুইমিংস্যুট৷ সঙ্গে খোলা চুল৷ তবে দ্বিতীয়টিতে তাঁর চুলে রয়েছে বিনুনি৷ জিভ বার করে করেছেন ছবি পোস্ট৷ এই পোশাকে তিনি যেন সত্যই হয়ে উঠেছিলেন দ্বীপকন্যা৷ এছাড়াও মেটালিক সুইমস্যুটেও ছবি পোস্ট করেছেন জাহ্নবী৷ পিছনে হাতছানি দেওয়া নীল জলরাশি৷ মাথার উপর পরন্ত সূর্যের রক্তিম আভা৷ খোলা চুলে যেন মোহময়ী তিনি৷ আবার কোনও ছবিতে তাঁকে দেখা গিয়েছে বন্ধুবান্ধবদের সঙ্গে পিছন ফিরে বসে থাকতে৷ দিয়েছেন ব্রেকফাস্ট টেবিলের ছবিও৷ তবে সেখানে গিয়ে তিনি যে দেদার মস্তিতে আছেন, তা ছবিই কথা বলে৷ 

মলদ্বীপ এখন বলিউডের অন্যতম ডেস্টিনেশন৷ প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীই এখন নীল জলের টানে সে দেশে ছুটে যাচ্ছেন৷ জাহ্নবীই বা বাদ থাকেন কেন৷ তাই ছুটি পেতেই তিনিও অবসর কাটাতে ছুটে গেলেন মলদ্বীপে৷ আর সেখান থেকেই ফ্যানদের চমকে দিলেল তিনি৷ মলদ্বীপ থেকেই পোস্ট করলেন একের পর এক ছবি৷ প্রসঙ্গত, কিছু দিন বোন খুশি কাপুরের সঙ্গে জাহ্নবী উড়ে গিয়েছিলেন নিউ ইয়র্কে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =