জাহ্নবীর শরীর ছুঁয়ে এ কার চুম্বন? ছবি পোস্ট হতেই ভাইরাল

জাহ্নবীর শরীর ছুঁয়ে এ কার চুম্বন? ছবি পোস্ট হতেই ভাইরাল

মুম্বই:  বলিউডে স্টার কিডদের মধ্যে তাঁর নাম রয়েছে প্রথম সারিতেই৷ বলিউডে পা রেখেই নিজের জাত চিয়েছিলেন তিনি৷ আগামী দিনে তিনি মায়ের মতো বড় তারকা হয়ে উঠবেন বলেই মনে করছেন নেটিজেনরা৷ তিনি আর কেউ নন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর৷

আরও পড়ুন- বিয়ের আগেই লিভ ইনে নাতাশাকে কাছে পেতে মরিয়া ছিলেন বরুণ!

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী মানেই সেনসেশন৷ ‘ধড়ক’ গার্লকে নিয়ে সিনে প্রেমীদের মনে উন্মাদনার খামতি নেই৷ বি-টাউনে নিজের জায়গাটা বেশ পাকা করে নিয়েছেন তিনি৷ একের পর এক বিগ বাজেট ছবিতে সই করছেন শ্রী-কন্যা৷ তবে শুধু তাঁর অভিনয় নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টেও ফিদা ৮ থেকে ৮০৷ সেই সঙ্গে তিনি ফিটনেস ফ্রিকও বটে৷ নিজের শরীরকে কী ভাবে আরও মেলে ধরতে হয়, তা বেশ ভালই জানেন জাহ্নবী৷ কখনও সুইমস্যুট, তো কখনও বডি ফিটিংস পোশাকে বিক্ষবিভাজিকায় পাগল করেন পুরুষ হৃদয়কে৷

ফের একবার উষ্ণতা ছড়ালেন জাহ্নবী৷ তাঁর শরীর ছুঁয়ে ছুয়ে গেল মিষ্টি রোদ৷ চুইয়ে পড়ল আলোক ছটা৷ জাহ্নবীর চকচক নির্মেদ শরীর আর সূর্যের আলো যেন একেবারে মাখামাখি করে রয়েছে৷ তিনি বরাবরই পাপারাৎজিদের খুব প্রিয়৷ বারবারে তিনি লেন্স বন্দি হয়েছেন৷ এবারও হলেন গায়ে রোদ মেখে৷ আর সেই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ সবুজ গাছের ফাঁকে তাঁর ‘সান কিসড’ ছবি মন ছুঁয়ে গেল নেটিদেনদের৷    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =