কাশ্মীর নিয়ে বড় ঘোষণা! শুধুই ট্রেলার দেখেছেন, কেন বললেন নমো?

কাশ্মীর নিয়ে বড় ঘোষণা! শুধুই ট্রেলার দেখেছেন, কেন বললেন নমো?

jammu kashmir assembly elections

উধমপুর: খুব শীঘ্রই সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর৷ উধমপুরের সভা থেকে বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিলেন সমস্ত নিয়ম মেনেই নির্বাচন হবে জম্মু কাশ্মীরে৷ উধমপুরের সভা থেকে নমো বলেন, “মোদী অনেক দূরের কথা ভাবে, তাই এখন পর্যন্ত যা হয়েছে তা শুধুই ট্রেলার। নতুন জম্মু ও কাশ্মীরের একটি নতুন এবং চমৎকার ছবি তৈরিতে আমাকে ব্যস্ত থাকতে হবে। সেই সময় খুব বেশি দূরে নয় যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর। আপনি আপনার বিধায়ক এবং আপনার মন্ত্রীদের সঙ্গে আপনার স্বপ্ন ভাগ করে নিতে পারবেন…”

একইসঙ্গে মোদী আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস, ধর্মঘট, পাথর ছোঁড়া এবং আন্তঃসীমান্ত গুলিবর্ষণের ভয় ছাড়াই অনুষ্ঠিত হবে। সম্প্রতি মার্কিন পত্রিকা নিউজউইককে দেওয়া সাক্ষাতকারেও মোদি বলেছিলেন, সংগঠিত হরতাল, পাথর ছোঁড়ার মতো অনভিপ্রেত ঘটনা এককালে কাশ্মীরের স্বাভাবিক জীবনকে ব্যাহত করত। তবে আজ তা অতীত হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 11 =