নামেই জেল, ভিতরে মধুচক্র! মহিলা বন্দিদের উষ্ণ নাচে মত্ত খোদ জেলার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জেলের ভিতর মহিলা বন্দিরা অশ্লীলভাবে নৃত্যরত এবং সেই নাচ খোশ মেজাজে উপভোগ করছেন জেলার। ঘটনাটি ইন্দোর জেলের। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় উঠেছে। নেটদুনিয়ায় সমালোচনায় তোলপাড় করছেন নেটিজেনরা।

 

ইন্দোর: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জেলের ভিতর মহিলা বন্দিরা অশ্লীলভাবে নৃত্যরত৷ সেই নাচ খোশ মেজাজে উপভোগ করছেন জেলার। ঘটনাটি ইন্দোরে৷ এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় উঠেছে। নেটদুনিয়ায় সমালোচনায় ঝড় উঠেছে৷

কিছুদিন আগেই মধ্যপ্রদেশের এক জেলের ভিতর মহিলা বন্দিদের মধুচক্র চালানোর খবর প্রকাশ্যে এসেছিল। সেই নিয়ে কয়েক মাস ধরে আদালতে মামলাও চলেছিল। এরপর সাম্প্রতিক তম এই কুৎসিত ঘটনায় ফের সমালোচনার ঝড় উঠেছে। মাত্র ৫ দিন আগে হানি ট্র্যাপ মামলায় অভিযুক্ত বন্দি শ্বেতা জৈনের সঙ্গে জেলার কে কে কুলশ্রেষ্ঠর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বন্দি শ্বেতা জৈনকে জেলার কুলশ্রেষ্ঠ মহিলা ওয়ার্ডের ভিতরে জিজ্ঞাসাবাদ করছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল জেলনীতি লঙ্ঘন করে কীভাবে একজন পুরুষ জেলার মহিলা ওয়ার্ডের ভিতর প্রবেশ করতে পারেন। খবর প্রকাশ্যে এলে, জনমানসের প্রতিবাদের চাপে পড়ে প্রশাসন জেলার কুলশ্রেষ্ঠ'কে ভোপাল জেলে বদলি করে।

জানা গিয়েছে, হোলি উপলক্ষে জেলের ভিতরে ওই নাচের অনুষ্ঠান চলছিল। সেখানে বন্দি শ্বেতা জৈন'কে অংশগ্রহণ করতেও দেখা যায়। পাশাপাশি ভাইরাল ওই ভিডিও'য়ে সাদা টি শার্ট পরে জেলার কে কে কুলশ্রেষ্ঠ'কে নাচ উপভোগ করতে দেখা গিয়েছে। খোদ কারা বিভাগের ডিআইজি ঘটনা খতিয়ে দেখতে ইন্দোর জেলে উপস্থিত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি তল্লাশিতে মহিলা ওয়ার্ডের ভিতর থেকে শ্যাম্পুর বোতল ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উদ্ধার হয়েছে। জেল চিকিৎসকের প্রেসক্রিপশনেই মহিলা বন্দিদের ওই সমস্ত সামগ্রী ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল, জেল তরফে বলা হয়েছে এমনটাই।-ভাইরাল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eleven =