বেনজির! ইডি হেফাজতে থেকে বিধানসভায় ভাষণ হেমন্ত সোরেনের! গ্রেফতারিতে দেখছেন রাজভবনের হাত

বেনজির! ইডি হেফাজতে থেকে বিধানসভায় ভাষণ হেমন্ত সোরেনের! গ্রেফতারিতে দেখছেন রাজভবনের হাত

hemant soren

রাঁচি: জমি সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত শুক্রবার রাঁচির বিশেষ অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ) আদালত হেমন্তরে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠায়৷ শনিবার জেএমএম নেতা আদালতে আবেদন জানান, তাঁকে যেন সোমবারের আস্থাভোটে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়৷ আজ, জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে বিধানসভায় আস্থা ভোটে যোগ দেন হেমন্ত। বিতর্কে অংশ নিয়ে বলেন, তাঁর গ্রেফতারির নেপথ্যে হাত রয়েছে রাজভবনেরও৷ কোনও রাজনীতিক হেফাজতে থাকাকালীন আইনসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, এমনটা অতীতে হয়েছে কিনা, তা মনে করতে পারছেন না রাজনীতির কারবারিরা৷ এদিন হেমন্ত সরাসরি বলেন, “গত ৩১ জানুয়ারি রাত্রে দেশে প্রথম বার এক জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল। আমার বিশ্বাস, এই ঘটনার সঙ্গে রাজভবন যুক্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =