ফের পোশাক বিভ্রাট! জাহ্নবী কি অন্তর্বাসের সাইজ জানেন না? উঠল প্রশ্ন

ফের পোশাক বিভ্রাট! জাহ্নবী কি অন্তর্বাসের সাইজ জানেন না? উঠল প্রশ্ন

মুম্বই: বলিউডে ফের পোশাক বিভ্রাট৷ এবার বিতর্কে শ্রীদেবী কন্যা জাহ্নবী৷ ক্লিভেজ বার করা পোশাক পরে শিরোনামে উঠে এলেন তিনি৷  হলেন ট্রোলডও৷ তবে সোশ্যাল মিডিয়ায় আরও একবার ঝড় তুললেন বলিউডের হট ডিভা৷ 

আরও পড়ুন- উন্মুক্ত বক্ষবিভাজিকায় সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার আগুন ছড়ালেন নুসরত

সম্প্রতি সাদা পোশাকে ধরা দেন ‘ধড়ক’ গার্ল৷ ওই পোশাকে হট দেখালেও তাঁর পোশাক একটু বেশিই টাইট বলে মনে করছেন নেটিজেনরা৷ তাঁদের মতে, একটু বেশিই ফিটিং পোশাক পরে ফেলেছেন তিনি৷ যদিও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ সেই সঙ্গে ধেয়ে এল এক গুচ্ছ কমেন্ট৷ অনেকে তাঁর তারিফ করলেও অধিকাংশ নেট নাগরিকই তাঁকে দিলেন পোশাক পছন্দ করার পাঠ৷ অনেকে আবার করলেন ব্যঙ্গত্তি৷ বললেন, ছোট বোনের পোশাক পরে বেরিয়ে এসেছেন জাহ্নবী৷ তিনি হয়তো নিজের অন্তর্বাসের সাইজই জানেন না৷ সাইজ মতোই পোশাক পরা উচিত৷ জাহ্নবীর সাদা পোশাকের ছবি পোস্ট হতেই ট্রোল হন তিনি৷ যদিও এই সব কমেন্ট ফু দিয়েই ওড়ালেন শ্রী কন্যা৷ দারুণ ভাবে ক্যারি করলেন ওই পোশাক৷  

বর্তমানে বন্ধুদের সঙ্গে তিনি ছুটি কাটাচ্ছেন মলদ্বীপে৷ সেখান থেকেই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি৷ তাঁর বিকিনি লুকে ঘায়েল হচ্ছে নেট নাগরিকরা৷ ধড়ক ছবির হাত ধরে বলিউডে পা রাখা জাহ্নবীকে সাফস্যের শিখড়ে পৌঁছে দেয় ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’ ছবিটি৷ তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে ‘দোস্তানা’ ছবিতে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =