পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজার আগুন, মহামারীর মাঝে নয়া আতঙ্ক

পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজার আগুন, মহামারীর মাঝে নয়া আতঙ্ক

পুরী: করোনা আতঙ্কে কাঁপছে সারা দেশ। এবার সেই আতঙ্কের মাত্রা আর একটু বাড়িয়ে দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার পতাকায় আগুন ধরে গেল বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। অনেকেই মনে করছেন, এটা কোনও অশনি সঙ্কেত। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় বলে জানা গিয়েছেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সোওয়া আটটা নাগাদ আগুন লাগে। মন্দিরের চূড়ায় থাকা পতাকায় আচমকা আগুন ধরে যায়। এই আগুন দেখে মন্দিরের পুরোহিত, পাণ্ডা, নিরাপত্তারক্ষীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলে জা‌না গিয়েছে।  পুরী প্রশাসন ও দমকল বাহিনীর কাছে খবর পাঠানো হয়। কয়েকটি মি‌নিটের আগুনের মন্দিরের চূড়ায় থাকা একটা ছোট পতাকা পুড়ে যায় বলে জানা গিয়েছে।
আগুনে মন্দিরের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। পুরীর পুলিশের তরফে জানানো হয়েছে, জগন্নাথ মন্দিরের ওপরে ছোট জগন্নাথের মন্দির রয়েছে। সেখানে একটি কবড় প্রদীপ রয়েছে। রোজ সন্ধ্যার সময় সেখানে প্রদীপ জ্বালানো হয়। একে মহাপ্রদীপ বলা হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এই মহাপ্রদীপ থেকেই পতাকায় আগুন লেগে গিয়েছে। ঘটনার আগেই পুরীতে ঝোড়ো হাওয়া ও হা‌লকা বৃষ্টি হয়।

মন্দিরের সেবাইত জগন্নাথ দৈতাপতি জানিয়েছেন, দেবতাই নিজেই নিজের মন্দির রক্ষা করেছেন। তিনি শুধু মন্দির নয়, জগতও রক্ষা করবেন। তবে চূড়ার পতাকায় এধরনের আগুন লাগা শুভ নয়।’ অনেকেই মনে করছেন, ভারতে করোনায় আরও খারাপ প্রভাহ পড়বে। তারই অশুভ সঙ্কেত এই মন্দিরের পতাকা পুড়ে যাওয়ায়। তবে তা মানতে মোটেই নারাজ মন্দিরের প্রবীণ পুরোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =