উলুবেড়িয়া: আরও একবার বাংলার ভোট প্রচারে এসে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিকে এগোচ্ছে দেশ। এই সময় এমন সরকার চাই যে আগামী ২৫ বছরের পরিকল্পনা সামনে রেখে এগিয়ে চলবে। বাংলার স্বর্ণযুগকে আবার ফিরিয়ে আনবে৷
আরও পড়ুন- বাংলাদেশে গিয়ে ভোট প্রচার? মমতার অভিযোগে পাল্টা দিলেন মোদী
তাঁর কথায়, মমতা দিদির ভ্রষ্টাচার, অপশাসন থেকেই বোঝা যায় ওঁনার যেমন এগিয়ে যাওয়ার দূরদৃষ্টি নেই, তেমনই ইচ্ছাশক্তিও নেই৷ এখানে শুধুই কাটমানি৷ কোনও উন্নয়ন নেই৷ ভারত সরকারের কোনও প্রকল্প এখানে লাগু করতে দেয়নি তৃণমূল সরকার৷ বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, দিদিকে এবার যেতেই হবে৷ ওঁনার সময় শেষ হয়ে গিয়েছে৷
নমো আরও বলেন, আজ নন্দীগ্রামের মানুষ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ আর অপেক্ষা করতে চাইছে না৷ নিজের ও নিজের সন্তানের ভবিষ্যৎকে বাঁচাতে, নিজেদের পরিচিতি বাঁচাতে বাংলার মানুষ আজ শুধু নির্বাচনে অংশগ্রহণ করেনি৷ তাঁরা বাংলার পুনর্জাগরনের পথ তৈরি করছে৷ উন্নয়ন চাইলে তৃণমূলকে হঠাতে হবে৷ এখানে চিকিৎসা থেকে শেষকৃত্যেও কাটমানি লাগে৷ এই পরিবেশে বাংলার বিকাশ হতে পারে না৷