এবার বাজারে ITC হোটেলসের শেয়ার, কী সুবিধা পাবেন আপনি?

এবার বাজারে ITC হোটেলসের শেয়ার, কী সুবিধা পাবেন আপনি?

3 stocks recomended

itc hotels

দিল্লি: আইটিসি লিমিটেড থেকে আলাদা হয়ে পৃথকভাবে বাজারে তালিকাভুক্ত হতে চলেছে আইটিসি হোটেলসের শেয়ার। অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যে সমস্ত শেয়ারহোল্ডারদের আইটিসি লিমিটেডের ১০ টি শেয়ারের বদলে ১টি আইটিসি হোটেলসের শেয়ার দেওয়া হবে।

আইটিসির শেয়ারহোল্ডাররা এই খবর শোনার পর থেকেই বেশ উদগ্রীব হয়েছিলেন একটা বিশেষ দিনের অপেক্ষায়। এবার জানা গেল সেই দিন। আইটিসির এই ডিমার্জারের অনুমোদনের জন্য সংস্থা তাঁর শেয়ারহোল্ডারদের সঙ্গে সভা করবে আগামী ৬ জুন। বৈঠকেই ঠিক হবে আইটিসি হোটেলসের শেয়ার পৃথকভাবে তালিকাভুক্ত হবে বাজারে।

 

ডিমার্জার প্রক্রিয়া শেষ হওয়ার পরে শেয়ারহোল্ডার, ঋণদাতা, সেবি এবং স্টক এক্সচেঞ্জের অনুমোদনক্রমে বাজারে আইটিসি হোটেলসের শেয়ার তালিকাভুক্ত হবে। জানা গিয়েছে আইটিসির হোটেল ব্যবসার ৪০ শতাংশ শেয়ার থাকবে মূল সংস্থা অর্থাৎ আইটিসি লিমিটেডের কাছে। বাকি ৬০ শতাংশ শেয়ার থাকবে শেয়ারহোল্ডারদের কাছে। এই শেয়ারের ফেসভ্যালু থাকবে ১ টাকা।

 

সারা দেশের ৭০টি জায়গায় ১১,৬০০টি ঘর সহ আইটিসির মোট ১২০টি হোটেল আছে। সংস্থার বিশ্বাস, ভবিষ্যতে হোটেল ব্যবসা আরও উন্নত ও ভাল হবে এবং নতুন হোটেল ইউনিটের মূল ফোকাস ব্যবসার পাশাপাশি থাকবে মূলধন গঠনেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =