কলকাতা: চিংডিঘাটা ফ্লাইওভার ভেঙে নতুন ফ্লাইওভার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুরো ও নগরোন্নয় মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের নিজস্ব টাকাতেই এই ফ্লাইওভার গঠন করা হবে। তবে তার আগে সমস্ত দপ্তর থেকে সবুজ সঙ্কেত পাওয়া প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
প্রথমে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মাঠপুকুর থেকে ভেড়ি হয়ে ফ্লাইওভার প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ন্যাশনাস গ্রিন ট্রাইবুনালের নির্দেশে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়নি। নগরোন্নয়ন দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভার ভেঙে যে নতুন ফ্লাইওভার গঠন করা হবে তা মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা হয়ে নিকোপার্ক পেরিয়ে নিউটাউন যাবে। এর জন্য বিস্তারিতভাবে রিপোর্ট তৈরির কাজ চলছে। নতুন রিপোর্ট আসার পরেই এই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, আসা ও যাওয়ার দুই দিকেরল রাস্তায় খোলা রাখা হবে। এরজন্য উড়ালপুলটি আগের থেকে আয়তনে একটু বড় করতে হবে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গের কেএমডির আধিকারিকরা জানিয়েছেন, এখন উড়ালপুল দিয়ে যানগুলো শুধু সল্টলেকের উদ্দেশে যেতে পারে। কিন্তু দুই দিকের লেন থাকলে যানের গতি বাড়বে, কিন্তু যানজটও কমবে। প্রাথমিকভাবে কেএমডি জানিয়েছে, নগরোন্নয়ন দপ্তরের নয়া পরিকল্পনায় কোনও অসুবিধা নেই।
গতবছর চিংড়িঘাটা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করার পর বন্ধ হয়ে গিয়েছে বড় গাড়ি চলাচল। আপাতত চলছে ছোট গাড়ি। সেটাও কতদিন চলবে তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। পুরো যান চলাচল বন্ধ হয়ে গেলেই সাধারণ মানুষের দীর্ঘ ভোগান্তি শুরু হবে৷ তবে নতুন ফ্লাইওভার হলে বাইপাস যানজটমুক্ত হবে বলে দাবি কেএমডিএর৷