আরও এক কক্ষপথ পেরিয়ে চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, কত দূরে ইসরোর মহাকাশযান?

আরও এক কক্ষপথ পেরিয়ে চাঁদের আরও কাছে চন্দ্রযান-৩, কত দূরে ইসরোর মহাকাশযান?

বেঙ্গালুরু: চাঁদের আরও কাছে পৌঁছে গেল তৃতীয় চন্দ্রযান৷ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২ টার মধ্যে আরও একবার কক্ষপথ পরিবর্তন করেছে ইসরোর মহাকাশযান। সেই কাজে মিলেছে সাফল্যও। আগামী বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ আরও একটি মিশনে নামবে চন্দ্রযান-৩। তবে সোমবার মিশন শেষ করেই চাঁদের বৃত্তাকার কক্ষপক্ষে চলে এসেছে তৃতীয় চন্দ্রযান৷ কমেছে চাঁদের সঙ্গে দূরত্ব৷ পৃথিবীর আত্মজা থেকে কতদূরে আছে চন্দ্রযান-৩? 

ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদে পৌঁছতে আর মাত্র ১৭৭ কিলোমিটার পথ পেরতে হবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-কে। সোমবার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করেছে সে। এর পরেই ইন্ডিয়ান স্পেশ রিসার্চ সেন্টারের তরফে  টুইট করে জানানো হয়, চন্দ্রযান-৩-এর আরও একটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তৃতীয় চন্দ্রযান ১৫০ কিমি X ১৭৭ কিমি কক্ষপথে রয়েছে। চাঁদের টানে ওই কক্ষপথ ধরে চাঁদের চারপাশে পাক খাচ্ছে। পরবর্তী কক্ষপথ পরিবর্তন হবে আগামী ১৬ অগাস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ। আর মাত্র দু’টি কক্ষপথ পেরোনো বাকি। তার পরেই চন্দ্রযান-৩ চাঁদ থেকে ১৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পৌঁছে যাবে। শেষ গন্তব্য চাঁদ থেকে ১০০ কিলোমিটার দূরের কক্ষপথ। সেখান থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের মহাকাশযান। পালকের মতো ভাসতে ভাসতে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম৷ তার মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷ 

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ করা হয় ‘চন্দ্রযান-৩’৷  উৎক্ষেপণের ২২ দিন পর ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩৷ চাঁদে মানুষহীন মহাকাশযান পাঠানোর ক্ষেত্রে এটা ইসরোর তৃতীয় অভিযান৷ এর আগে দু’বার ব্যর্থ হয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =