ল্যান্ডার ‘বিক্রম’-এর পাঠানো রঙিন থ্রিডি ছবি প্রকাশ করল ইসরো, তুলেছিল রোভার ‘প্রজ্ঞান’

ল্যান্ডার ‘বিক্রম’-এর পাঠানো রঙিন থ্রিডি ছবি প্রকাশ করল ইসরো, তুলেছিল রোভার ‘প্রজ্ঞান’

22aefc0bc88dc0a50c32a179ebd7d855

 বেঙ্গালুরু:  সূর্য এখন অস্তাচলে৷ আলো নিভে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে এসেছে আধার। তাই সোমবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৮টা নাগাদ ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। তার আগেই অবশ্য ‘ঘুম পাড়ানো’ হয়েছিল রোভার প্রজ্ঞানকে। বিক্রম এবং প্রজ্ঞান ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে টুইট করে একটি রঙিন ত্রিমাত্রিক ছবি পোস্ট করা হয়। জানা গিয়েছে, এই ত্রিমাত্রিক ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ছবিটি তোলা হয়েছে৷ সেই ছবি দু’টিকে মিলিয়ে তৈরি করা হয়েছে এই নয়া ত্রিমাত্রিক ছবিটি৷  যেখানে দেখা যাচ্ছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম৷ 

ইসরো জানিয়েছে, ঘুমের দেশে যাওয়ার দিন কয়েক আগে ল্যান্ডার বিক্রম থেকে ১৫ মিটার দূরে দাঁড়িয়ে এই ছবিটি তুলেছিল রোভার প্রজ্ঞান। খালি চোখে ত্রিমাত্রিক ছবিটিকে প্রাথমিক ভাবে সাদা-কালো মনে হলেও ‘ত্রি-ডি গ্লাস’ পরলে সেটি রঙিন দেখা যাবে।

ন্যাভক্যাম স্টিরিয়ো ইমেজ প্রযুক্তির মাধ্যমে এই অ্যানাগ্লাফ ত্রিমাত্রিক ছবিটি বানানো হয়েছে বলে ইসরো সূত্রে খবর৷ ত্রিমাত্রিক ছবির বাঁ দিকের অংশটি রেড চ্যানেলের মধ্যে এবং ডান দিকের অংশটি ব্লু এবং গ্রিন চ্যানেলে অবস্থিত৷  এই ত্রিমাত্রিক ছবিটি ভাল ভাবে দেখতে হলে বিশেষ ধরনের গ্লাস বা চশমার প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *