চন্দ্রযান ২-এর অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল ল্যান্ডার বিক্রম, ছবি পোস্ট করেও কেন মুছল ইসরো?

চন্দ্রযান ২-এর অরবিটারের ক্যামেরায় ধরা পড়ল ল্যান্ডার বিক্রম, ছবি পোস্ট করেও কেন মুছল ইসরো?

isro

কলকাতা: চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবতরণের ছবি তুলেছিল চন্দ্রযান ২এর অরবিটর। সেই ছবি প্রকাশ করেও সরিয়ে নিল ইসরো। শুক্রবার সকাল ৯টা নাগাদ এই ছবি পোস্ট করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু এর কয়েক মিনিট পরেই ইসরোর এক্স প্রোফাইল থেকে উধাও হয়ে যায়  ছবিটি। কেন ছবি প্রকাশ করেও তা সরিয়ে নিল ইসরো? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ 

ভারতের চন্দ্রযান ২ সফল না হলেও, কক্ষপথে এখনও সক্রিয় এর অরবিটরটি। তাই চন্দ্রযান ৩ যখন চাঁদের কক্ষপথে প্রবেশ করে তখন তাকে স্বাগত জানায় সে৷ এর পর ল্যান্ডার বিক্রমের বেশ কয়েকটি ছবি তুলে পাঠিয়ে দেয় সে৷  ল্যান্ডিংএর পরে বিক্রমের অবস্থা কেমন ছিল, তা স্পষ্টতই ধরা পড়েছিল ছবিগুলিতে। 

নতুন দু’টি ছবি প্রকাশ করে ইসরো জানায়, ‘‘চাঁদের আশেপাশে এর চেয়ে উন্নতমানের আর কোনও ক্যামেরা নেই৷ সবচেয়ে ভাল ছবি ওঠে চন্দ্রযান ২-এর ক্যামেরাতেই। সেখানেই ধরা পড়েছে, চন্দ্রপৃষ্ঠে নামার পর ল্যান্ডার বিক্রমের পরিস্থিতি কেমন ছিল।” ছবির সঙ্গে একটি মজার ক্যাপশন প্রকাশ করেছে ইসরো। বলা হয়, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের কাজকর্মে কড়া নজর রাখছে চন্দ্রযান ২এর ক্যামেরা৷

তবে এই ছবি প্রকাশ করেও মুছে ফেলা হয় ইসরোর এক্স প্রোফাইল থেকে। কেন এমনটা করা হল, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি ইসরো। তবে এক্স প্ল্যাটফর্মেই চন্দ্রযান ৩এর একটি প্রোফাইল থেকে একই ছবি প্রকাশ করা হয়েছে। সেখান ল্যান্ডার বিক্রমের নতুন ছবি দেখা যাচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 17 =